[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

আবারও এক হয়ে গেলেন পরীমণি-রাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ০২:৫৬

ফাইল ছবি

অভিনেতা শরিফুল রাজ ও পরীমণির সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে— প্রশ্নটি সবার। কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরীমণি দেন ভাঙনের খবর। এর আগে তারা ঠিকঠাক আছেন বলে জানিয়েছিলেন রাজ। পরীও সীলমোহর দিয়েছিলেন।

তারপর দিনই শোনা যায়, রাজ ফের বাসা থেকে বেরিয়ে গেছেন। এরপর রাজের মাথা ফাটে, পরী অসুস্থ হন। এ নিয়ে গুঞ্জনও ছড়ায়। নতুন খবর হচ্ছে সেসব কাটিয়ে ফের এক হয়েছেন রাজ-পরী। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন এ তথ্য।

রাজ জানিয়েছেন, এখন তিনি, পরী, সন্তান রাজ্যসহ বসুন্ধরার বাসাতেই আছেন। তিনি বলেন, ‘আমি ও পরী ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন বেশ সুস্থ আছে। আমাদের নিয়ে বাজনাটা বেশি, সুযোগ পেলেই মানুষ আমাদের বাজায়।’

এর আগে একাধিকবার ফাটল ধরছিল রাজ-পরীর সম্পর্কে। কয়েক দফায় দুজনের দুটি পথ দুইদিকে বেঁকে গেছে বলে সামাজিক মাধ্যম গরম করেছিলেন তারা। কিন্তু দিনশেষে ফিরেছেন এক ছাদের নিচে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর