[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

এবার লন্ডন কাঁপাবেন জায়েদ খান

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৯:৫৪

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলর চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচিত তিনি। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সাবেক এই সাধারণ সম্পাদক।

বর্তমানে তার ব্যস্ততা দেশ-বিদেশের বিভিন্ন প্রোগ্রাম আর শো-রুম ওপেনিং নিয়ে। সবসময় কাজ নিয়েই তার ব্যস্ততা। গত ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘বিড়ি’ গানটি ব্যাপকভাবে আলোচিত হয় ।

গত ঈদে মুক্তি পাওয়া এই নায়কের অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তার অভিনয়ের মুগ্ধতাও প্রকাশ করেছেন বহু দর্শক। জায়েদের সিনেমা দেখতে তরুণীদের ভিড়ও লক্ষ্য করা গেছে মাল্টিপ্লেক্সগুলোতে।

দেশ-বিদেশে স্টেজ শো করতে দেখা যায় জায়েদকে। এবার যুক্তরাজ্যের লন্ডনের একটি শো করবেন তিনি।

আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জায়েদ খান পারফর্ম করবেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

কালবেলাকে জায়েদ খান বলেন, ‘লন্ডনে শোয়ের প্রস্তুতি আগেই নিয়েছেন তিনি। অনেক দিন আগেই শোটি নিশ্চিত করা হয়। এ ছাড়াও মেলবোর্ন, কানাডা, অস্ট্রেলিয়ায় শো কনফার্ম করেছেন জায়েদ। আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে সেগুলো শেষ করবেন এবং দেশে ফিরে আবার সিনেমা ও নতুন শোয়ের কাজ করবেন।’

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’-এ জায়েদ খান ছাড়াও পারফর্ম করবেন নগর বাউল জেমস, নুসরাত ফারিয়া, প্রীতম, তৌহিদ আফ্রিদিসহ একঝাঁক তারকা। এর আগে অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে দর্শক মাতান এ নায়ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর