[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

‘ছেলেরা খালি আমার বাড়ি আসতে চায় কেন, বুঝি না’

মর্নিং টাইমস

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৯:০৬

ছবি : সংগৃহীত

কলকাতার সাহসী অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তবে ইন্ডাস্ট্রির সবাই তাকে ‘ঋ’ নামেই চেনেন। সিনেমার পাশাপাশি এই অভিনেত্রী দাপিয়ে বেড়াচ্ছেন ওটিটিতেও। নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শো কিংবা অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় এবার তিনি অতিথি হয়েছেন ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে।

উপস্থাপক রচনা ব্যানার্জির মুখোমুখি হয়ে তিনি জানালেন, সারা জীবন একা থাকার পর নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা। ঋ এও জানান, কেন তিনি বিয়ে করতে চান না। আর কেনই বা আজকাল ছেলেদের তিনি পছন্দ করেন না।

দিদি নম্বর ওয়ান’র আসরে এই অভিনেত্রী বলেন, ‘আমার আজকাল আর ছেলেদের ভালো লাগে না গো। এখনো ফোন করেই কোনো কোনো ছেলে বলে, বেবি কী করছো? আমায় যদি কেউ বেবি বলে, তবে আমার মাথা গরম হয়ে যায়। এসব আমার ভালো লাগে না। এখন মাকে খুব মিস করি। এক বছর হল মা চলে গেছে। এখন মনে হয়, মাকে একটু খাওয়ালে ভালো হতো। আর ছেলেরা খালি আমার বাড়ি আসতে চায় কেন, বুঝি না।’

এরপর এই অভিনেত্রী আরও জানান, কেন বিয়ে করা হল না আর শেষ জীবনে কী করতে চান তিনি। ঋ’র কথায়, ‘যখনই দেখলাম কাউকে বিয়ে করব, সে আর অপেক্ষা করল না। তাই ঠিক করে নিয়েছি, আর বিয়ে করব না। কুকুরগুলো অনেক ভালো। কাকগুলো খুব মিষ্টি। আমি ওদের ভালোবেসে কাটিয়ে দেব। আর হ্যাঁ, শেষ বয়সে চলে যাব বারাণসী।’

উল্লেখ্য, ঋ-কে মাঝেমধ্যে সিরিয়ালে দেখা যায়। কিছুদিন আগেও তাকে বাংলাদেশের একটি প্রোডাকশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে। যদিও পরবর্তীতে তিনি জানান, সব সমস্যা মিটে গেছে। ঋতুপর্ণা সেনঋঅভিনেত্রী‘দিদি নম্বর ওয়ান’রচনা ব্যানার্জি ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর