[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি

মর্নিং টাইমস

প্রকাশিত:
৫ মে ২০২৪, ২২:৩৩

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের যেকোনো বিষয়ই খোলামেলাভাবে তুলে ধরেন সোশ্যালে। এ কারণে অনেক সময় শিরোনামেও জায়গা করে নিয়ে থাকেন এ অভিনেত্রী।

সম্প্রতি মামলার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন পরীমণি। তবে সব ছাপিয়ে একমাত্র ছেলে পুণ্যকে নিয়েই পৃথিবী তার। ছেলেকে কেন্দ্র করে সব ব্যস্ততা ও আয়োজন। এরপরই নিজের প্রতি অনেক অনেক ভালোবাসা তার। এমনটাই ফেসবুকে জানান দিয়েছেন এ নায়িকা।

পরীমণি এবার ফুলের সামনে নিজেই ফুল হয়ে দাঁড়ালেন। আর লাস্যময়ী হাসিতে রঙিন করে তুললেন পরিবেশ। মূলত গানের কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন―কোনো একজন আসলে তবেই বৃষ্টি হবে। আর কৃষ্ণচূড়া ফুলগুলো সেই মানুষটির জন্য তেমনই রয়েছে।

শনিবার (৪ মে) ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই...।’

প্রসঙ্গত, বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাস্যময়ী এ সুন্দরী নায়িকা। এ জন্য কলকাতায় নিয়মিত যাওয়া-আসা করতে হচ্ছে তাকে। এই সময় একমাত্র ছেলেকে নিয়েই সব সামাল দিচ্ছেন তিনি।

পশ্চিমবঙ্গে ‘ফেলু বক্সী’ সিনেমার কাজ করছেন তিনি। দেবরাজ সিনহার পরিচালনায় এতে তার সঙ্গে আরও দেখা যাবে টালিউড সুপারস্টার সোহম চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকারকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর