[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

আবারও বিয়ে করছেন শাকিব খান

Mohammad Abdullah

প্রকাশিত:
১ মে ২০২৪, ২০:০২

ছবি : সংগৃহীত

দুই বার লুকিয়ে বিয়ে করে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নতুন খবর এসেছে যে, পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ নায়ক। এর মধ্যে দুই প্রাক্তন স্ত্রীদের কাউকেই বাড়িতে ঢুকে দিতে চায় না শাকিবের পরিবার। জানা যায়, এ বছরের শেষদিকে ধুমধাম করে বিয়ে করবেন ‘রাজকুমার’।

শাকিব খানের বিয়ের খবর ছড়িয়ে পরার পর পরিবার বা শাকিবের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে এবার এ নিয়ে কথা বললেন শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার যোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনান।

আরশাদ আদনান গণমাধ্যমের কাছে বলেন, ‘বিয়ে নিয়ে শাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না। তবে শাকিব বিয়ে করছেন কি না, এটি আমি জানি। আগে শাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে, তারপরই আমি বলবো।’

তিনি আরও যুক্ত করেন, ‘শাকিবের জীবনে স্থিতশীলতা আসবে। সেটা এ বছরই আসবে। আমিও দায়িত্ব নিয়েছি। শাকিবিয়ানদের উদ্দেশে বলতে পারি, নায়কের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে।’

তিনি এও বলেন আরশাদ আদনান বলেন, ‘শাকিব খান জয় এবং বীরের বাবা। অপু-বুবলী তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে। সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ। যদি এর বাইরে বেশি কিছু বলা হয় সেগুলো ভুল বলা বা বাড়িয়ে বলা হবে। আমার মনে হয় না বিষয়গুলো এতটা সরব। যতোটা অপু-বুবলী দাবি করছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর