[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

তামান্না ভাটিয়াকে তলব করেছে পুলিশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৭:১৬

ছবি : সংগৃহীত

বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে আইপিএলের ১৭তম আসর। বিশাল এ টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। ক্রিকেট ভক্ত-অনুরাগীদের উন্মাদনার মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘ভিয়াকম ১৮’র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে।

খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের নামও এ ঘটনায় জড়িয়েছে। তাকে এ সপ্তাহের শুরুর দিকেই জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর