[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শিল্পী সমিতি নির্বাচন: ভোট গণনা চলছে

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫৪

ছবি সংগ্রহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার পর ভোটগণনা শুরু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোটগ্রহণ শেষ হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন। নির্বাচনে ৪৭০টির বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। ২১ পদের বিপরীতে এ নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। একটি প্যানেলের নেতৃত্বে মিশা-ডিপজল, অপরটির নেতৃত্বে মাহমুদ কলি-নিপুণ।

এর আগে, জায়েদ-মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের সদস্যপদ বাতিল হয়েছিল। এরপর উচ্চ আদালতের নির্দেশে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া ১৫৩ জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর