[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ২৩:০৯

ছবি: সংগৃহীত

সপ্তাহের সাত দিনই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন নুসরাত জাহান। তার সমাজমাধ্যমের পোস্ট বা কোনো মন্তব্য নিয়ে চলতেই থাকে আলোচনা-সমালোচনা। ভারতের স্বাধীনতা দিবসেও ট্রলের হাত থেকে রেহাই পেলেন না। জাতীয় পতাকা নিয়ে ছবি দেওয়ায় ‘চোর’ কটাক্ষ শুনলেন তিনি।

 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ। সাদা চুড়িদার, তেরঙা ওড়না, হাতের চুড়িতে গেরুয়া, সবুজ, সাদার ছোঁয়া। আর পাঁচটা পোস্টের থেকে বেশ অন্যরকম ভাবে ধরা দিলেও নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়লেন ট্রল করার জন্য।

‘চোর’ তকমা পেলেন নুসরাত। কিছুদিন আগেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। আমজনতার টাকা মেরে নিজের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আদালতে মামলা দায়ের হয়েছে। কিন্তু একটা দায়সারা সাংবাদিক সম্মেলন করেই দায় মিটিয়েছেন নুসরাত। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কার্যত পালিয়ে বেঁচেছেন তিনি।

তারপর থেকে ফ্ল্যাট দুর্নীতি নিয়ে আর একটাও মন্তব্য করেননি নুসরাত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দিব্যি সক্রিয় রয়েছেন নুসরাত। তার স্বাধীনতা দিবসের পোস্টে কার্যত কটাক্ষের বন্যা। একজন লিখেছেন, চোরদের আবার স্বাধীনতা দিবস! আরও চুরি করার জন্য।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর