[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

রাখি সাওয়ান্তকে যখন প্রথম দেখেছি আমি কেঁদে দিয়েছি

এবি

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৬:৫৮

ছবি : সংগৃহীত

শোবিজের ছোট্ট তারকা সিমরান লুবাবা। অন্যদিকে বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন এই দুইজন। যা এখন ভাইরাল নেটদুনিয়া। বুধবার (১৭ জানুয়ারি) নিজের ফেসবুকে রাখির সঙ্গে একটি রিল ভিডিও এবং ছবি শেয়ার করেছেন লুবাবা।

 

ওই ভিডিওতে দেখা যায়, সোফায় বসে রাখির সঙ্গে কথা বলছেন লুবাবা। পাশাপাশি বেশ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন রাখি-লুবাবা।

 

রাখির সঙ্গে কি করছেন লুবাবা? এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের মনে। শুধু তাই নয়, ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তিন হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে ভক্তদের।

 

এক ভিডিওতে লুবাবা বলেন, বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে যখন প্রথম দেখেছি তখন এত ভালো লেগেছে যে আমি কেঁদে দিয়েছি।

 

https://www.facebook.com/reel/1543705659502259

 

এর আগে, গেল বছরের ২৮ নভেম্বর হিরো আলমের সঙ্গে দেখা গিয়েছিল রাখিকে। সে সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, শিগগিরই ‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা। নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। সিনেমাটি আরাভ খান প্রযোজনা করবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর