[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মনোনয়ন বৈধ ঘোষণার পর

ওবায়দুল কাদেরের দোয়া নিলেন মাহি

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৩, ১৩:৫৭

ছবি : সংগৃহীত

মনোনয়ন বৈধ ঘোষণার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

এ বিষয়ে মাহি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর তার নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি।

 

ওবায়দুল কাদের কি আশ্বস্ত করেছেন জানতে চাইলে মাহি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে। ’

 

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই হবেন জয়ী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। ’

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নিবে বলেই বিশ্বাস করেন তিনি। আপাতত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ দেখছেন না মাহি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর