[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

‘অনন্যা’ দিয়ে ফিরলেন মেহজাবিন

মর্নিং টাইমস

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৩, ২৩:১৪

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। নাটকেই অভিনয় করেন। টেলিভিশনের পাশাপাশি হাল আমলের ওটিটি মাধ্যমেও তার কাজের ব্যস্ততা রয়েছে। মাঝে গুঞ্জন রটেছিল গোপনে সিনেমায় অভিনয় করছেন। তবে সেটার সত্যতা স্বীকার করেননি।

এর মধ্যে আবার নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। তাতে গুঞ্জনের ডালাপালা আরও মেলেছে। কিন্তু বরাবরের মতোই চুপ এ অভিনেত্রী। হঠাৎ করে দীর্ঘদিন পর নাটকে দেখা গেল তাকে। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অনন্যা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

শিশুসন্তানকে নিয়ে এক নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে। মেহজাবিন জানিয়েছেন, মূলত রাজের কারণেই নাটকে অভিনয় করেছেন তিনি। একই পরিচালকের একাধিক নাটকে আগেও কাজ করেছেন। সর্বশেষ রাজের পরিচালনায় ২০২২ সালে ‘কাজল’ নামে একটি নাটকে দেখা গেছে তাকে।

নাটকটি ১৬ ডিসেম্বর সিনেমাওয়ালা নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে নাটকে ফিরলেও সেটা স্থায়ী নয় বলেই জানিয়েছেন মেহজাবিন। তিনি বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম।

আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।’ বোঝাই যাচ্ছে, একটি কাজ করেই আবারও বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। তবে এ বিরতিতে ফের তার সিনেমার গুঞ্জন চাউর হয়েছে। বিষয়টি নিয়ে এবারও মুখে কুলুপ এঁটে রয়েছেন মেহজাবিন। স্বীকার কিংবা অস্বীকার, কোনোটিই করেননি তিনি। যদিও এরই মধ্যে ওয়েবফিল্মে নিজের অভিষেক ঘটিয়ে ফেলেছেন এ অভিনেত্রী।

আইস্ক্রিনে গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশ। অবশ্য এ ওয়েবফিল্মটি নির্মিত হয়েছিল টেলিফিল্ম নামে। পরে ওয়েবে প্রচার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর