[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বুবলীকে নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ১৯:৫০

ফাইল ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খান শবনম বুবলীকে নিয়ে আবারো মন্তব্য করেছেন। কিছুদিন আগে গানবাংলার কর্নধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর ছড়িয়ে পরে স্যোশাল মিডিয়ায়। তখন ভারতে বারাণসিতে ‘দরদ’ এর শুটিং করছিলেন শাকিব। কাজের ব্যস্ততার মাঝে এসব শুনে থাকলেও কোন মন্তব্য করেননি। এবার তা নিয়েই গণমাধ্যমে কথা বললেন ঢাকাই সিনেমার সুপারস্টার।

শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জা লাগে। অপমানিত মনে করব। মুন্নী ভাবীকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নী ভাবীর অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি কখনই। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। অ্যানিওয়ে, এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।’

এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেছেন শাকিব। সেজন্য তাকে সাবধানও করেছিলেন কয়েকবার।

শাকিবের কথায়, ‘তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। তার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম।’

তিনি আরো যোগ করে বলেন, আর ওইগুলো (আগের স্ক্যান্ডালগুলো) হয়ত তাদের ওয়াইফরা বলেননি। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন!’

শাকিব আরো বলেছেন, ‘আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। পরে দেখা যায়, তিনি সবচাইতে বড় ক্রিমিনাল।’

২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর