[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ২১:১৩

ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ফের মা হলেন । বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ-শুভশ্রী দম্পতির এটি দ্বিতীয় সন্তান।

রাজ চক্রবর্তী তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) বৃহস্পতিবার বিকালে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই নির্মাতা লিখেন, ‘আজ আমাদের বাড়ি মিষ্টি ভালোবাসার আশীর্বাদে পূর্ণ হয়েছে। আমরা এটি দারুণভাবে উপভোগ করছি। আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

বাংলা গেজেট/ এসএডি-৩


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর