[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

অনুপমের প্রাক্তনের সঙ্গে আজ পরমব্রতর বিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ২১:১৮

ফাইল ছবি

দু’বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর। সেই পিয়াকেই এখন বিয়ে করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ খবর এখন কলকাতার শোবিজের সবচেয়ে আলোচিত বিষয়।

জীবন অদ্ভুত রহস্যময় এক গোলকধাঁধা। দীর্ঘকাল ভালোবেসে বিয়ে করা মানুষের সঙ্গে এখানে ঘর টেকে না। আবার হুট করে ভালোবেসে ফেলা মানুষের সঙ্গে ঘর হয়ে যায়! অনুপম-পিয়া-পরম; ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বের ফাঁকফোকরে ভালোবাসার রসায়নের এই জটিল কেমিস্ট্রি সত্যিই বোঝা দায়।

পরম আর পিয়া শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, সে খবর বেশ কয়েক মাস ধরেই টলিউডের বাতাসে ভাসছিল। অবশেষে এই জল্পনাকে সত্যি করে আজ সোমবার গাঁটছড়া বাঁধছেন পরমব্রত-পিয়া।

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা ঘুচিয়ে অবশেষে ৪৩ বছরের পরমব্রত আজ মালা পরাবেন পিয়ার গলায়। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তথা পরিচালক তিনি। টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, ক্যারিয়ারের গোড়া থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। সম্পর্ক নিয়ে এমনিতে খোলামেলা হলেও পিয়ার ক্ষেত্রে শুরু থেকেই সাবধানী তিনি।

আজ বিকালে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। শোনা যাচ্ছে, এই বিয়েতে খুব বেশি জন থাকছেন না বর-কনের নিমন্ত্রণ তালিকায়। নিকট বন্ধু ও আত্মীয়স্বজন এই বিয়েতে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে লম্বা সময় লিভ-ইন করেছেন পরমব্রত। একটা সময় তাদের বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডের এই সুন্দরীর সঙ্গে করোনাকালে ভেঙে যায় পরমের সম্পর্ক। এরপর আচমকাই তার জীবনে পিয়ার প্রবেশ! সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পিছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য নাম দিতে চাননি পরমব্রত।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর