[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

বলিউড নায়িকা আমিশা প্যাটেলের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ১৬:০৫

আরবাজ-আমিশা

দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমিশা প্যাটেল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ নিয়ে এসেছিলেন তিনি। প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ছবিটি। সবমিলিয়ে সাফল্যের জোয়ারে ভেসেছেন আমিশা। সেই রেশ কাটতেই ফাঁস হলো অভিনেত্রীর ভিডিও।

শোনা যাচ্ছে, সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রেম করছেন আমিশা। এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি ভিডিও। সেখানে আরবাজের সঙ্গে থাইল্যান্ডের একটি নাইটক্লাবে বেশ অন্তরঙ্গভাবে দেখা গেছে আমিশাকে।

ওই ভিডিওতে আমিশাকে কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাকে দেখা গেছে। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ়। একে অন্যের হাত ছাড়ছেন না তারা। হাতে হাত রেখেই প্রবেশ করেন সেখানে। বেশ খানিক ক্ষণ একসঙ্গে পার্টি করেন তারা। অমিশার ‘গদর ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলান। শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া।

কিন্তু বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ-আমিশা। তাই বলে থেকে নেই নেটাগরিকরা। তাদের ছবি দেখে নেটাগরিকদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ-আমিশা। মন্তব্যের ঘরে বিভিন্ন কথা লিখে যাচ্ছেন তারা। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর