[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিয়ে করলেন অভিনেত্রী ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ০৩:১২

ছবি: সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। নাটক, ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন তিনি। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ফারিণ প্রেম করছেন। অবশেষ নিজেই জানিয়ে দিলেন বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিণ। এতে বিয়ের খবর জানালেন তিনি।

স্ট্যাটাসে তাসনিয়া ফারিণ লিখেছেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন। সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পেরেছি চলতি বছরের ১১ আগস্ট।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর