[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

এবার বক্স অফিসেও হবে ‘অ্যানিমেল’-এর রাজত্ব

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৩, ২০:৩৭

ফাইল ছবি

জঙ্গলে চলে অ্যানিম্যালদের রাজত্ব। তবে এবার সেই অ্যানিম্যালই উঠে আসছে রূপালী পর্দায়! রণবীর কাপুরের নতুন সিনেমা ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে যে ঝড় তুলতে যাচ্ছে তার আভাস মিলেছে। ট্রেইলার দেখেই আকৃষ্ট হয়েছে দর্শক। অগ্রিম টিকিট বুকিংয়ে ইতোমধ্যে আয়ের গর্জন তুলেছে। ডিসেম্বরের ১ তারিখ হিন্দিসহ অন্য ভাষায় মুক্তি পাবে এই সিনেমা।

মাত্র ৯-১০ ঘন্টার মধ্যেই ‘অ্যানিমেল’ সিনেমার ৬০০০ টিকিটের অগ্রিম বুকিং করা হয়েছে। এতে প্রায় ১৯ লাখ টাকার কাছাকাছি আয় করেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমা। এতে অনেকে মনে করছেন বক্স অফিসে বেশ ভালো আয়ের মাইলফলক স্পর্শ করবে ছবিটি। হায়েদ্রাবাদে প্রথমদিনে আয়ে রেকর্ড গড়েছে এই সিনেমা। ৩৭ টি হিন্দি শোতে এডভান্স টিকিট বুক করার সুযোগ রয়েছে। এর মধ্যে ১৭ টি শো প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এবং একটি শোয়ের টিকিট শেষও হয়ে গেছে। অর্থাৎ, সেখানে ৪৬% হিন্দি শোয়ের টিকিট প্রায় বিক্রি করা শেষ। শুধু হিন্দি ভাষাই নয়, অন্যান্য ভাষার ডাবিং করা শোগুলোও বেশ ভালো সাড়া ফেলেছে। ২৬ নভেম্বর অফিশিয়ালী অগ্রিম টিকিট বুকিং আরম্ভ হবে।

দক্ষিণি নায়িকা রেশমিকা মন্দানাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, তৃপ্তি দিম্রি প্রমুখ। এই সিনেমায় পিতার প্রতি পুত্রের অগাধ ভালোবাসা এবং পিতার অবহেলায় তার হিংস্র হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে।

তেলেগুর দর্শকদের মধ্যেও এই সিনেমা নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগা তাদের ইন্ডাস্ট্রির লোক। তার উপর আশ্বস্ত ভক্তরা। তার পরিচালিত ‘অর্জুন রেড্ডি’ এবং তার অফিশিয়াল রিমেক ‘কবির সিং’- দুটো সিনেমাই দারুণ ব্যবসায়িক সফলতা পেয়েছে।
তথ্যসূত্র : কইমই.কম

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর