[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

যে কারণে শাকিবের সিনেমায় পড়েছিলেন তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৮:২৬

ফাইল ছবি

আত্মহত্যা চেষ্টার খবর ও সংবাদকর্মীদের সঙ্গে অপেশাদার আচরনের কারণে আলোচনায় আছেন তানজিন তিশা। এবার সেই আগুনে ঘি ঢাললেন প্রযোজক ও পরিচালক মো. ইকবাল।

২০১৯ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এ ছবিতে কিং খানের বিপরীতে নায়িকা হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল তানজিন তিশার। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় শবনম বুবলীকে। চার বছর পর তিশাকে বাদ দেওয়ার কারণ জানালেন ছবিটির প্রযোজক ইকবাল।

তিনি বলেন, ‘‘পাসওয়ার্ড’ সিনেমাটি যখন বানাই, তখন নায়িকা হিসেবে তানজিন তিশাকে ভেবেছিলাম শাকিবের বিপরীতে। সন্ধ্যার দিকে আমাদের একটি রেস্টুরেন্টে বসার কথা। এরইমধ্যে তিনি চূড়ান্ত হন। হঠাৎ করে এক সাংবাদিক আমাকে ফোন করে জানতে চাইলেন, ‘আপনি কি তানজিন তিশাকে নিয়ে বসছেন?’ বললাম, ‘আমি ও আমার স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু ও তপু খানকে নিয়ে ৭টার দিকে বসব, এখানে সাংবাদিক কীভাবে জানলো! এই বিষয়টা আমার একটু লাগছে! তখন আমি শাকিব খানকে বললাম আমরা তো ৭টায় বসছি, আপনি কি আসতে পারবেন? তিনি সম্মতি দিলেন। আবারও ফোন করলেন ওই সাংবাদিক। জানতে চাইলেন শাকিব খান কি বসবেন? তখন আমার মনে হলো যে আমাকে হয়তো তিনি সন্দেহ করছেন। তখন তাকে বললাম, ‘হ্যাঁ, শাকিব খান আসছেন।’’

এরপর ইকবাল বলেন, ‘‘শাকিব খান সময় মতো চলে আসলেন। আমি তাকে গাড়ি থেকেও নামতে দিইনি। বললাম, ‘আপনি চলে যান’। তার দুই-তিন মিনিট পরে তানজিন তিশা আসছেন। তো আমরা বসছি। তখন তানজিন তিশাকে জিজ্ঞেস করলাম—‘কে আপনি?’ তিনি জহির বাবুর দিকে হাঁ করে তাকিয়ে আছেন। আমি সেদিন বসিও নাই। তারপর তিশার বদলে এ ছবিতে বুবলীকে ইন করিয়ে দিলাম।’’

সবশেষে ইকবাল বলেন, ‘যখন তোমার কাজে লাগবে তখন তুমি বিনোদন সাংবাদিককে ইউজ (ব্যবহার) করবে, আর যখন কাজে লাগবে না, তখন বিনোদন সাংবাদিককে বকা দিবে—এই নীতি নিয়ে থাকা ঠিক না। একটি কাজে প্রযোজক-পরিচালককে বিশ্বাস করতে হবে, আবার যারা তোমাকে নিয়ে এতো কাজ করে সেই সাংবাদিকদেরও বিশ্বাস করতে হবে।’

সম্প্রতি নিজের কর্মকাণ্ডে বিতর্কিত তিশা। বিষয়টি নিয়ে মন্তব্য করছেন শোবিজের অনেকেই। ওই বিষয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রীকে শাকিবের সিনেমা থেকে তিশা বাদ দেওয়ার কারণ জানান।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর