[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শাহরুখ আর আলিয়াই সেরা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২১:৩০

ফাইল ছবি

চলতি বছরে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তালিকার এক নম্বরে আছে শাহরুখ খানের নাম।

বুধবার প্রকাশ করা এই তালিকাটি তৈরি করা হয়েছে পেজ ভিউ-এর ওপর ভিত্তি করে। পুরো বিশ্ব থেকে মাসে ২০০ মিলিয়নের বেশি ভিউয়ার আইএমডিবির পেজে প্রবেশ করেন। এই তালিকায় প্রথম স্থানে আছেন শাহরুখ খান। ২০২৩ সালটি শাহরুখেরই ছিল। ‘পাঠান’, ‘জওয়ান’ এর দুর্দান্ত সাফল্যের পর এবছরেই আসছে ‘ডানকি।’

এরপর দ্বিতীয় স্থানে আছে আলিয়া ভাটের নাম। এবছর মুক্তি পাওয়া ‘রকি অর রানি কি প্রেম কাহানী’ বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। প্রশংসা পেয়েছে আলিয়ার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোনস’।

তৃতীয় স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে তার রসায়ন মন কেড়েছে দর্শকের। বিশেষ করে ‘জওয়ান’ ছবিতে তার ক্যামিও ছাপিয়ে গিয়েছে নয়নতারার পারফর্মেন্সকেও।

এরপর আছেন ওয়ামিকা গাব্বি, নয়নতারা, তামান্না ভাটিয়া, কারিনা কাপুর খান, সোবিতা ধুলিপালা, অক্ষয় কুমার ও বিজয় সেতুপতি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর