[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

আমার প্যান ইন্ডিয়ান যাত্রা অনেক দূর যাবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ২০:৪৯

ফাইল ছবি

প্রায় এক মাস ভারতে কাটিয়ে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। গত ১৮ নভেম্বর বিকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয় ভক্তরা। ছিল গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি।

বিমানবন্দর থেকে বের হয়ে এসে ভক্তদের উচ্ছ্বাস দেখে বললেন, ‘এই অভিজ্ঞতা কেমন, বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

শাকিব ভারতে গিয়েছিলেন তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং করতে। অনন্য মামুনের পরিচালনায় এই ছবিতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। ছবিটি বাংলা ছাড়াও পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে। গত ১৬ নভেম্বর ছবিটির ভারত অংশের শুটিং শেষ হয়েছে।

‘দরদ’র শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব জানান, এতে নতুন কী আছে, সেটা সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক। আগ বাড়িয়ে কিছু বলতে চান না তিনি।

বাংলাদেশ থেকে উদ্যোগ নেওয়া প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এ বিষয়ে শাকিব বললেন, ‘ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করবো। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে। অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে।’

সম্প্রতি ‘দরদ’-এর একাধিক স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাকিব-সোনালের রসায়নের প্রশংসা করছেন দর্শকরা। এ নিয়ে ঢালিউড নবাবের মন্তব্য, “ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে; যখন সিনেমায় দেখবে, তখন আরও ভালো লাগবে। আশা করছি ‘দরদ’র গান, উপস্থাপনা, লোকেশন সবার খুব ভালো লাগবে।”

দেশে ফিরেও খুব একটা বিরাম পাচ্ছেন না শাকিব খান। কারণ আগামী মাসেই ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু করবেন বলে জানালেন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আর এই ছবিতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর