[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

সত্যিই কী বিয়ে করেছেন লিজা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ১৯:৩৬

ফাইল ছবি

শোবিজে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বিয়ে করেছেন। তবে তিনি সে কথা স্বীকার করেননি কখনো। আজ সেই বিয়ের খবর আবার চাউর হলে লিজা ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে এ বছরের শুরুর দিকেও বিয়ে নিয়ে লিজা বলেছিলেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করব। খুব শিগগিরই সবাই খবর পাবেন।

আরটিভির গানের রিয়েলিটি শো ‘ইয়ং স্টার’-এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন লিজা। এই শো চলাকালে খবর ছড়িয়েছে, বেশ কিছুদিন আগে চুপিসারে বিয়ে করেছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা বিয়ের কাজ সেরেছেন।

তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই গায়িকা। কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও এই সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। তারপরও তারাও এ নিয়ে মুখ খুলছেন না।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর