[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৩, ২০:০৭

ফাইল ছবি

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাধুরীর প্রার্থী হওয়ার কথা রয়েছে। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। এ নির্বাচনে মাধুরী তার রাজনৈতিক ভাগ্য পরীক্ষা করে দেখতে চান। দীর্ঘ দিন ধরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সংস্পর্শে রয়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে নর্থ মুম্বাই অথবা উত্তর-পশ্চিম মুম্বাই আসন থেকে মাধুরীকে টিকিট দেওয়া হতে পারে।

নির্বাচনে লড়াইয়ের বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বিজেপি নেতা আশিস সেলার, এনসিপি নেতা প্রফুল প্যাটেলের সঙ্গে কথা বলেছেন মাধুরী। এমনকি ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে আশিস অভিনেত্রী মাধুরীর পাশেই বসেছিলেন। এসব কারণে জল্পনা আরো বেড়েছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মাধুরী।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে দেখা করেন মাধুরী। তারপর এ অভিনেত্রীর রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও বাস্তবে তেমন কিছু ঘটেনি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর