[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মুখ খুললেন তিশার পরিবার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৩, ১৮:৫১

ফাইল ছবি

হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল বুধবার মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী- এমন খবরই চাউর হয়েছে শোবিজে। এই আত্মহত্যা চেষ্টার কারণ হিসেবে গণমাধ্যম দেখিয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে তানজিন তিশার পরিবার।

জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল তার। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল। এই অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন টুম্পা তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তারা জরুরি ভিত্তিতে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

নাসিম আরও বলেন, ‘‘তার পরিবার আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে বলেন, ‘মোটেও না। তিশার পরিবার বলছে এটা আত্মহত্যার চেষ্টা নয়, মিথ্যে গুঞ্জন ছড়ানো হচ্ছে। সে অসুস্থ হয়েছে তাঁকে হাসপাতালে নিয়েছে।’’

তবে বৃহস্পতিবার সকাল থেকেই তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। নাট্যাঙ্গনের একজন জানালেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল।

বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এ ধরনের কিছু নিশ্চিত করা হয়নি। অভিনেতা ফারহানকে একাধিকবার কল দিলেও সাড়া দেননি তিনি।

জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল।

আর অভিনেতা ফারহানকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

সবমিলিয়ে তিশার এই অবস্থার পেছনের আসল সত্য এখনো আড়ালেই রয়েছে। তবে সময় এলে সব পরিষ্কার হবে। এখন সেই সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর