[email protected] মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

ক্যাটরিনার গানের সঙ্গে অর্ধনগ্ন হয়ে নৃত্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২০:১৪

ফাইল ছবি

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার ৩’ । আনন্দে উদ্বাহু নৃত্য করছেন সালমান খানের অনুরাগীরা। অনেক সময় তা মাত্রা ছাড়াচ্ছে। এবার যা হলো তাতে অনেকেই অবাক। এমনকি খোদ ভাইজানও বিরক্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অন্য দেশগুলোর মতো নেপালে ওমুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। সেখানকার একটি হলে সালমান অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ‘লে কর প্রভুকা নাম’ চলছে পর্দায়। গানের তালে পা মেলাচ্ছেন সালমান-ক্যাটরিনা। সেসময় প্রায় অনাবৃত হয়ে নাচতে শুরু করেন বেশ কিছু যুবক। এরইমধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

এদিকে মহারাষ্ট্রেও হয়েছে বিশৃঙ্খলা। ‘টাইগার থ্রি’ দেখতে এসে সেখানকার সিনেমা হলে বাজি ফাটাতে শুরু করেন কিছু অনুরাগী। এই ঘটনায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। যদিও কোনও জখমের খবর ছিল না। পুলিশ এসে হস্তক্ষেপ করতেই আটক করা হয় ভাইজানের দুই অনুরাগীকে।

এই ঘটনায় বিরক্ত সালমান নিজেও। তিনি সমালোচনা করেছেন। ভবিষ্যতে এমন কিছু না করার উপদেশ দিয়েছেন অনুরাগীদের। তবে তার সে উপদেশ কানে নেওয়ার চেয়ে ‘টাইগার ৩’তে মেতে ওঠাই শ্রেয় মনে করছেন তারা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর