[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

পিঠখোলা পোশাকে নজর কাড়লেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ২১:৩২

ফাইল ছবি

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খুব অল্প সময়ে বলিউডেও নজর কেড়েছেন তিনি। অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। শুধু অভিনয়ে নয়, আকর্ষণীয় সাজ-পোশাকেও কম যান না এই অভিনেত্রী। এবার ব্যয়বহুল পিঠখোলা পোশাকে নজর কাড়লেন সামান্থা।

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সামান্থা। এতে রাউন্ড শোল্ডার টিউব ড্রেসে দেখা যায় এই অভিনেত্রীকে।

মূলত ভারতীয় একটি ব্র্যান্ডের ফটোশুটের ছবি এটি। ছবিতে পিঠখোলা পোশাকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এমনকি অনেকে তাকে ‘আগুন’ বলেও মন্তব্য করেছেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সামান্থার পিঠখোলা পোশাটকটি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর। ওলের তৈরি এই পোশাকের বর্তমান মূল্য ৬ হাজার ৫৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকার বেশি।

সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় দেবরকোন্ডা। এটি নির্মাণ করেছেন শিবা নির্ভানা। তবে বক্স অফিসে খুব একটা আশার আলো দেখাতে পারেনি সিনেমাটি। বর্তমানে সামান্থার হাতে এখন রয়েছে ‘চেন্নাই স্টোরিজ’ নামের একটি হলিউড সিনেমার কাজ।

সূত্র : শাদিস ডটকম

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর