[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেফার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৩, ২১:১৬

ফাইল ছবি

কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনা-সমালোচনার ঝড় বইছে জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক-কমেডিয়ান রাফসান সাবাবের প্রেমকে কেন্দ্র করে। কদিন আগেই রাফসানের উপস্থাপনায় ‘ওয়াট এ শো’তে উপস্থিত হন জেফার। তার কিছুদিন পরই স্ত্রীর সঙ্গে রাফসানের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপরই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন। শুরু হয় জেফার আর রাফসানের প্রেমের গুঞ্জন।

এমন পরিস্থিতিতে সাধারনত তারকারা চুপ থাকেন। কিন্তু তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জেফার ভিন্নতার পরিচয় দিলেন। তিনি সোজাসাপ্টা কথা বলেছেন গণমাধ্যমে। প্রেমের গুঞ্জনকে জেফার একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারনত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা (জেফার আর রাফসান) একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গেই করি। এর বাইরে তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।’

জেফার কয়েক বছর ধরেই শোবিজে কাজ করছেন। শুরুতে ইংরেজি গান কভার করে আলোচনায় আসেন। এরপর নিজের মতো করে মৌলিক গান করতে থাকেন। তার গায়কী এবং হেয়ার স্টাইলের জন্য দর্শক সহজেই তাকে আলাদা করতে শুরু করে। তবে এ বছর মুজার সঙ্গে ‘ঝুমকা’ গানটি করার পর তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। এরইমধ্যে তিনি মোস্তফা সরয়ার ফারুকীর মতো নির্মাতার পরিচালনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। শিগগিরই দর্শক তার প্রথম অভিনয় দেখতে পাবেন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর