[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মাঝ আকাশ থেকে ঝাঁপ দিলেন মিমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৩, ১২:২১

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহিত

পূজা শেষে দুবাই গেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে ঘটিয়েছেন দুঃসাহসিক কাণ্ড! অনেক দিনের স্বপ্নপূরণ করেছেন মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে।

মিমি যে বেশ কয়েক দিন ধরেই দুবাইয়ে রয়েছেন, ছুটি কাটাচ্ছেন সেটা তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সেখানে ছুটি কাটানোর একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। এবার শেয়ার করেছেন তার স্বপ্নপূরণের ছবি। করেছেন স্কাইডাইভিং!

সেখানে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে।

ছবি পোস্ট করে তিনি লেখেন, বাকেট লিস্টে টিক দিচ্ছি। অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেইনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য।

অপরদিকে মিমির সেই ছবিগুলোতে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, ‘কেমন লাগল?’

ছুটি কাটিয়ে চলতি সপ্তাহেই কলকাতায় ফেরার কথা অভিনেত্রীর। গত সপ্তাহে মুক্তি পেয়েছে মিমির প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর