[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মৃত্যুর পরও আয়ের তালিকায় শীর্ষে মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২০:২৯

ফাইল ছবি

পপ সম্রাট মাইকেল জ্যাকসন নেই অনেক বছর হয়ে গেল। তবে শারীরিকভাবে না থাকলেও অনুরাগীদের হৃদয়ে আজও রাজত্বটা আগের মতোই রয়েছে তার। গানের পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন মাইকেল। তার গান শুনেছেন অথচ ‘মুনওয়াক’ নাচটি দেখেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।

নতুন খবর হচ্ছে মৃত্যুর ১৪ বছর পরও আয় করছেন মাইকেল জ্যাকসন। ২০২৩ সালে মৃত তারকারা কে কী পরিমাণ অর্থ আয় করেছেন, তার ওপর একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেখানে দেখা গেছে আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন মাইকেল জ্যাকসন।

মৃত্যুর ১৪ বছর পরও মাইকেল জ্যাকসনকে নিয়ে শো হচ্ছে। তার বায়োপিক নির্মাণও হচ্ছে। সেসব থেকেই এ বছর ১১৫ মিলিয়ন ডলার আয় করে মৃত তারকাদের মধ্যে শীর্ষে আছেন তিনি।

এবারই প্রথম নয়। ২০১৯ সালেও আয়ের তালিকায় শীর্ষে ছিলেন মাইকেল। চার বছর পর হারানো আসন ফিরে পেলেন তিনি। এ বছর তার পরে আছেন এলভিস প্রিসলি ও রে মানজারেক।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর