[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২০:২৬

ফাইল ছবি

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও সাবলীল অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্ণিমা। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করতে দেহা গেছে তাদের। এবার তারা এক হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে। উপাস্থাপকের দায়িত্বে থাকবেন দুজন।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ হতে পারা আনন্দের। এতে উপস্থাপনার জন্য সম্মতি দিয়েছি। আমার সঙ্গে এতে থাকবে ফেরদৌস। অনেকেই জানেন, এর আগেও তার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সবাই অনুষ্ঠানগুলোর বেশ প্রশংসা করেছেন। আশা করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরটি দু’জনেজমিয়ে তুলতে পারব।’

তিনি আরও বলেন, ‘১৯৯৮ সালে গাজীপুরের হোতাপাড়ায় ফেরদৌসের সঙ্গে প্রথম দেখা। সেই থেকে পরিচয়। এরপর আমাদের বন্ধুত্ব হয়েছে।সিনেমা জগতেসে আমার ভালো বন্ধু।সবসময় সুখে-দুঃখে আমার পাশে থাকে। তার সঙ্গে ছবি করেছিসবচেয়েকম, কিন্তু বন্ধুত্ব হয়েছে বেশি। সিনেমায় না হলেও উপস্থাপনায় কিন্তু আমরা দারুণ জুটি।’

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সপ্তাহে ঘোষণা করা হয়েছে ২০২২ সালেরপুরস্কারপ্রাপ্তদের নাম।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর