[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

চাপাবাজের রহস্যময় প্রেমিকা শাকিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৩, ২০:৩৮

ফাইল ছবি

শাকিলা পারভীন টিভি নাটকে নিজের জায়গা করে নিয়েছেন। তরুণ প্রজন্ম তার কাজ অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ায় বেশ উপভোগ করে। মডেলিং এবং মিউজিক ভিডিওতে রয়েছে তার ভালোই চাহিদা।

এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও তাকে সরব থাকতে দেখা যায়। নানা ইস্যুতে ব্লগ তৈরি করেন তিনি। সেগুলো নেটিজেনরা পছন্দ করে থাকে। তবে সম্প্রতি ‘নগদে কট’ খেলেন এই মডেল ও অভিনেত্রী।

না, কোন বিতর্কিত বিষয়ের সঙ্গে তার নাম জড়ায়নি। ‘নগদে কট’ তার নতুন নাটকের নাম। যেখানে তাকে দেখা গেছে ভিন্নরকম এক চরিত্রে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে শাকিলা বলেন, ‘অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শক যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’

‘নগদে কট’ নাটকের গল্পে দেখা যাবে, কলোনির মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে মন্টি। ছোটবেলা থেকেই তার বদঅভ্যাস হচ্ছে পরিচিত মানুষের কাছে চাপাবাজি করে বেড়ানো। তার এই কর্ম দিনকে দিন অস্থির করে তুলছে কলোনির সবাইকে। মাহারা সন্তান বলে কেউ তেমন কিছুই বলে না। তার বাবাও একটু বকা-ঝকা করেই ছেড়ে দেয়। অভ্যাসের মধ্যে এইটাই বদ, বাকি সব ঠিক।

মজার ঘটনা হচ্ছে তার এই চাপাবাজি নিয়েও একটা ঝামেলা আছে। সেটা হলো সে যখনই একটা চাপাবাজি শুরু করে ওটা আর শেষ করতে পারে না। তার আগেই ধরা খেয়ে যায়। কারণ, সে যে যাকে নিয়ে চাপাবাজি করছিল সে কোনো না কোনোভাবে স্পটে হাজির হয়ে যায়। যার ফলে মন্টি নগদে কট খায়। এরইমধ্যে নিধি নামের এক মেয়ের সঙ্গে মন্টির প্রেমের গুঞ্জন শোনা যায়। সবাই খুঁজে বের করার চেষ্টা করে কে এই রহস্যময় নিধি? নিধির সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি।

কুদরত উল্লাহ’র গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। সুলতান এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে আগামী ৯ নভেম্বর। এতে মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভিন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চলসহ প্রমুখ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর