[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

শোবিজের অপ্রিয় সত্য নিয়ে মুখ খুললেন ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৩, ২০:১২

ফাইল ছবি

জনপ্রিয় লাক্স তারকা ফারিয়া শাহরিন বরাবরই বেবাক। সত্য কথা কিংবা নিজে যা বিশ^াস করেন যে কথা বলতে কখনোই পিছপা হন না। কদিন আগে নায়িকাদের কেন বিয়ে ভেঙে যায় তা নিয়ে ফেসবুকে মজা করে কিছু কথা লেখেন এই অভিনেত্রী। এবার বললেন হুমায়রা হিমুর আলোচিত মৃত্যু ও এর সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে।

যারা হিমু মারা যাওয়ার পর তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে শোক জানান তাদের নিয়ে ফারিয়া বলেন, ‘এখন ছবি শেয়ার করে কি লাভ? ভিউ যাদের আছে তাদের পিছনেই তো সবাই দৌঁড়ায়। কিন্তু যাদের একমাত্র সোর্স অফ ইনকাম মিডিয়া, তাদের কথা কি আপনারা কেউ ভাবেন? হিমু আপুর একটা ভিডিও দেখলাম যেইখানে উনি লাইভে ডিগবাজি খাচ্ছে, ওই রকম পানিশমেন্ট টাইপের লাইভ করলে নাকি টাকা পাওয়া যায়। কেনো ভাই? আপনারা কি পারেন না সব আর্টিস্টকে নিয়ে কাজ করতে? যাদের ভিউ আছে তাদের তো কাজ আছেই। তাদের পাশাপাশি যারা অভিনয়টাকে ভালোবাসে, অভিনয়টা যাদের জীবন, তাদের কোনো না কোনো কাজ দিতে?’

ফারিয়া আরও লেখেন, ‘এটা সুইসাইড না অন্য কিছু তা আমি জানি না। কিন্তু একজন আর্টিস্ট শুটিং নিয়ে থাকবে এইটাই তার একমাত্র কাজ। ওই কাজই যদি আপনারা করতে না দেন তাহলে দম আটকে আসা, ডিপ্রেশনে চলে যাওয়া খুব নরমাল। মেন্টাল হেলথ নিয়ে আমরা কেউই ভাবিনা, কেউ-ই না! যারা সবাই আপনারা ছবি শেয়ার করছেন এরকম আরও অনেক আর্টিস্ট আপনাদের সাথে কাজ করতে, আপনাদের একটা ফোন কল পেতে অপেক্ষা করে কিন্তু আপনারা শুধু যাদের ভিউস আছে তাদের নিয়ে দৌঁড়ান! কেনো ভাই! আপনি ভালো ডিরেক্টর হলে তো আপনার ভিউ আপনার ডিরেকশনে হবে, আর্টিস্ট তো পরের কথা!

আমারও মাঝে মাঝে ডিপ্রেশন লাগে, যা করার যোগ্য তা তো করতে পারছি না। একটা গ্রুপ সব করে যাচ্ছে, তখন মনে হয় আমারই অযোগ্যতা আমিই কিছুই পারি না। সো আমার মতো থাকি কিন্তু সবার জীবনতো এক না! এই কঠিন দুনিয়াতে বেঁচে থাকা সবার জন্য এক না। প্লিজ আপনারা সবাই সব আর্টিস্টকে কাজে লাগান। এইরকম মৃত্যু আর দেখতে চাই না। প্লিজ সবাই সবার পাশে দাঁড়ান। আপনার সহশিল্পীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন। প্রয়োজনে অপ্রয়োজনে হলেও তার খোঁজ রাখুন। আপনার একটু খোঁজ খবর নেয়া তাকে একটু হলেও সাহস দিতে পারে ভালোভাবে বাঁচার, আনন্দে থাকার।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর