[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

বিয়ের গল্প নিয়ে ফিরছেন শায়লা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৩, ১৯:৩৫

ফাইল ছবি

শায়লা সাবি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগীতা থেকে শোবিজে নাম লেখেন। শুরুতেই ফেরদৌস আহমেদের নায়িকা হয়ে তিনি আর সেভাবে নাচ করেননি। বরং সাবলিল অভিনয় দিয়েই দর্শকের মন করে নেন। সঙ্গে ডাক সাইটে সুন্দরীর তকমা এবং হাস্কি ভয়েজ দিয়ে আলাদা গ্রহণযোগ্যতা তৈরী করেন শোবিজে। তবে কাজ নিয়ে তিনি খুব একটা সিরিয়াস নন বলেও অভিযোগ আছে তার নামে।

দীর্ঘদিন তিনি অভিনয়ে নেই। মাঝে মাঝে ফেরেন আবার হুট করে আড়ালে চলে যান। আবারও নতুন একটি কাজ দিয়ে ফিরলেন তিনি। এরমধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। নাম ‘সবার বিয়ে’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ।

নাটকের গল্পে দেখা যাবে, আবিরের বন্ধু করিম উরফে ক্র্যাম পছন্দ করে চাঁদনী নামের এক মেয়েকে। চাঁদনীকে তার বাবা মা বিয়ে দিতে চায়। আবীর বলে ভাগিয়ে নিয়ে আয়। ভাগিয়ে নিয়ে গিয়ে বন্ধু দীপ এর বাবার রিসোর্টে গিয়ে আমরা বিয়ে করে ফেলবো। তারা সেভাবে সব সেটও করে ফেলে। যথারীতি প্ল্যান মতো চাঁদনীকে ভাগিয়ে নিয়ে আসে করিম। তাকে হেল্প করে আবির। কিন্তু দেখে মেয়ে যে ভেগেছে, তার সাথে করে নিয়ে আসছে তার বান্ধবী সানজানাকে। আবির, সানজানা দুজনেই দুজনকে দেখে বিরাট রিএ্যাক্ট করে। রিয়েকশান খুবই কড়া। এদিকে বন্ধু আর বান্ধবী পড়ে বিরাট বিপদে। সে বলে দোস্ত তোরা যদি এমন করিস তাহলে তো আমাদের বিয়ে হবে না। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। তিনি বলেন, এটা রোমান্টিক-কমেডি ড্রামা। বন্ধুত্বের গল্পে প্রেম-ভালোবাসা নিয়ে নির্মিত হয়েছে। দর্শকরা বেশ উপভোগ করবেন।

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, চলতি মাসেই নাটকটি উন্মুক্ত হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

‘সবার বিয়ে’ নাটকটিতে ইরফান সাজ্জাদ-শায়লা সাবি ছাড়া আরও অভিনয় করেছেন শাহবাজ সানি, জান্নাতুল ফেরদৌস কাজল, ইশরাক, সমু চৌধুরী, মিলি বাশার, আমিন আজাদ, শেলী আহসান, আনিস বাপ্পী, অনুভব মাহবুব, শওকত শোভন প্রমুখ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর