[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

ভারতেরও টেইলর সুইফটের রাজস্ব!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৪৭

ফাইল ছবি

ভারতীয় বক্স অফিসে দারুণ আয় করছে বিখ্যাত পপ গায়িকা টেইলর সুইফটের কনসার্ট মুভি ‘দ্যা এরাস্ ট্যুর’ কনসার্ট মুভিটি। ইতোমধ্যে এটি ভারতে প্রথমদিনের অ্যাডভান্স টিকিট বুকিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী প্রথমদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা ও সবচেয়ে ধনী সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। সারাবিশ্বে তার ভক্ত অগণিত। সম্প্রতি তার ১০টি কনসার্টের ভিডিও ফুটেজ সম্মিলিত এই কনসার্ট মুভি রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা।

‘দ্য ইরাস ট্যুর’ শিরোনামের এই কনসার্ট ফিল্মটি গত পরশু ভারতে মুক্তি পেয়েছে। ওপেনিংয়ে মুভিটি কামিয়েছে ১২৫ মিলিয়নের ডলারের বেশি। গত ১১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয় এবং ১৩ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২০৩.৩৭ মিলিয়ন ইউএস ডলার উপার্জন করেছে। মাইকেল জ্যাকসনের ‘দিস ইজ ইট’ (২৬১ মিলিয়ন) এর পরে এটিই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী কনসার্ট ফিল্ম। এই ফিল্মে কনসার্টগুলোতে নাচ ও স্টেজের ভিজ্যুয়াল ইফেক্টসের মাধ্যমে গায়িকার সবগুলো গানের ভিন্নধর্মী উপস্থাপনা দর্শকদের প্রশংসার কারণ হয়ে উঠেছে। ভারতীয় বক্স অফিসে এখন এই কনসার্ট ফিল্মটি রাজত্ব করছে।

টেইলরের গান তরুণ প্রজন্ম সহজেই আপন করে নিতে পারে। ফলে তার গান এ প্রজন্মের উপর বিশাল প্রভাব ফেলেছে। প্রেমের সূত্রপাত থেকে শুরু করে সম্পর্কচ্ছেদ পর্যন্ত- জীবনের প্রতিটি পর্যায়ের ঘটনার সাথে সম্পৃক্ত বিষয়ে তার কোন না কোন গান রয়েছে। ব্যক্তি জীবনের ঘটনাগুলোকে সুনিপুণভাবে গানের মাধ্যমে তুলে ধরার প্রতিভা করে তুলেছে তাকে অনন্য। প্রেমিক কিংবা প্রাক্তন হোক বা অপছন্দের কেউ, গানের লাইনে ফাঁকে ফাঁকে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া মন্তব্য ভক্তরা খুবই উপভোগ করে।

এদিকে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ ছয়টি প্রধান আইম্যাক্সে পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সিলিয়ান মারফি অভিনীত সিনেমাটি এই সপ্তাহে একটি অংশ স্ক্রীন দখল করতে চলেছে। অপরদিকে ১০ নভেম্বর বিশ্বব্যাপী ‘দ্য মার্ভেলস’ এর আগমন ঘটতে চলেছে। এসব কারণে বক্স অফিসে এর আয়ে কিছুটা প্রভাব পড়তে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে, টক্করকারী মার্ভেলেই খুব শীঘ্রই দেখা যেতে পারে সুফটকে। রিপোর্ট অনুযায়ী, ‘মোস্ট অ্যাওয়েটেড ডেডপুল ৩’ মুভিতে ‘ড্যাজলার’ নামের একটি সুপারহিরোইনের চরিত্রে টেইলরকে দেখা যেতে পারে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর