[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

সুন্দরীদের বিচার করবেন গায়িকা মিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৩, ২০:৩৭

ফাইল ছবি

প্রথমবারের মতো কোন সুন্দরী প্রতিযোগিতার বিচারকের আসনে বসবেন দেশের সুপারস্টার কণ্ঠশিল্পী মিলা ইসলাম। যার ঝড় তোলা স্টেজ পারফরমেন্স দেখে মুগ্ধ লক্ষ দর্শক, সেই মিলা এবার নিজের মেধার স্ফূরণ ঘটাবেন সেরা প্রতিযোগীকে খুঁজে বের করতে। ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’-এর বিচারকের আসনে বসবেন তিনি।

কয়েক মাস ধরে বেশ জোরেশোরেই চলছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ সিজন ওয়ানের কার্যক্রম। ‘ম্যাকয়’ ব্র্যান্ডের ফ্যাশন ডিজাইনার ও কর্ণধার মেসবাহ-উল আলম সাজুর আয়োজনটি অডিশন রাউন্ড থেকেই বেশ সাড়া ফেলে। সে সময় বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী মৌটুসী বিশ^াস ও জ্যোতিকা জ্যোতি, কণ্ঠশিল্পী কর্ণিয়া, নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও আয়োজনের টাইটেল স্পন্সার কডোমো ব্র্যান্ডের ওনার অন্তু করিম।

এই প্রথম কোন সুন্দরী প্রতিযোগিতায় দুজন ট্রান্সজেন্ডার ওম্যান ও একজন শারীরিক প্রতিবন্ধী নারী প্রতোযোগী অংশ নিচ্ছে। মোট প্রাপ্ত ৩৫ জন মেয়েকে ইয়েস কার্ড দেওয়া হয়। এরপর শুরু হয় গ্রুমিং সেশন। টানা দেড় মাস তারা গ্রুমিং করেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পার কাছে। এছাড়াও গ্রুমিং ক্লাসে অতিথি হিসেবে অংশ নেন গুনী অভিনেত্রী তানভীন সুইটি, নাজনিন হাসান চুমকি, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, কণ্ঠশিল্পী পুতুল, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হকসহ বিভিন্ন অঙ্গনের গুনীজন।

এবার চলে এসেছে ফাইনাল রাউন্ড। আগামীকাল গুলশানের একটি অভিজাত হলে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’-এর সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারও বিচারক প্যানেলে রয়েছে চমক। মিলা ছাড়াও বিচারকাজ করবেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা, দীপা খন্দকার, ইভান শাহরিয়ার সোহাগ ও অন্তু করিম।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর