[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

তাপসের সঙ্গে বুবলীর প্রেম!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৩, ২০:১১

ফাইল ছবি

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। মুন্নীর স্ট্যাটাসে লেখা হয়, ‘‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’

কিছুক্ষণ পর অবশ্য স্ট্যাটাসটি মুছে দেওয়া হয়। তবে স্ট্যাটাস এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ভেসে বেড়াচ্ছে তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নীর স্ট্যাটাসের স্ক্রিনশট। তবে এ বিষয়ে রহস্য বেড়েছে মুন্নীর স্ট্যাটাসটি মুছে দেওয়ার পর। সত্যি ঘটনাটি কী? জানতে যোগাযোগের চেষ্টা করা হয় বুবলীর সঙ্গে। প্রথমে তার মুঠোফোনে কল ঢুকলেও এরপর থেকে সেটি বিজি পাওয়া যাচ্ছে।

এদিকে আজ সকালে বেশ কিছু ছবি পোস্ট করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্যাপশন দিয়েছেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর। দোয়া,আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস। আসলেই মানুষের জীবন সুন্দর’। তার এই ক্যাপশনেও রহস্য দেখছেন নেটিজেনরা। তারা মনে করছেন, বুবলীর নতুন প্রেমের গুঞ্জনে তিনি বেশ ফুরফুরে মুডে রয়েছেন। শাকিব খানকে ঘিরে এই নায়িকার মধ্যে সম্পর্কটা ঠিক ‘সাপে-নেউলে’ সেটা সবাই জানেন।

তবে গানবাংলার টিভির বরাতে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ‘গানবাংলা ও টিএম নেটওয়ার্কের চেয়ারপার্সন ফারজানা মুন্নির আইডি হ্যাক হয়েছিল। ঈর্ষান্বিত কোন একটি মহল কুরুচিপূর্ণ অশ্লিল তথ্য ছড়ায়। বিষয়টি নিয়ে কোন অসত্য তথ্য গণমাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে সকল গণমাধ্যমকর্মী ভাই বোনদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর