[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

হিমুর প্রেমিক কে এই রাফি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৩, ১৪:৫৪

ফাইল ছবি

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুতে সামাজিক মাধ্যম যেন শোকবইয়ে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তিনি আত্মহত্যা করেছেন। এর সঙ্গে জড়িয়েছে হিমুর কথিত প্রেমিক জিয়াউদ্দিন রাফির নাম। কেউ কেউ বলছেন তার নাম উরফি জিয়া।

ব্যক্তিগত জীবনে রাফি বিবাহিত ছিলেন। এছাড়া তেমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে জানা গেছে তিনি অনলাইন প্ল্যাটফর্ম বিগো লাইভের সমর্থক ছিলেন। এর সঙ্গে জড়িত ছিলেন হিমুও। সেখান থেকেই তাদের পরিচয় ও হৃদয়ের লেনদেনা হয়।

হিমুর ফ্ল্যাটে আসা যাওয়া ছিল রাফির। ঘটনার দিনও সেখানে ছিলেন। সেদিন বিকাল ৩টার দিকে হিমুর বাসায় যান। সেখানে হিমুর সঙ্গে তার ঝগড়া হয়। সেসময় হিমুর পালিত ভাই মিহির ওয়াশরুমে ছিলেন। তিই এসে দেখেন হিমু ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলছে। রাফি ও মিহির তখন হিমুকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে রাফি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি হিমুর সহকর্মীরাও। তার কাছের সহকর্মী হিসেবে পরিচিত প্রাণ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি কখনও প্রেমিক রাফির নাম শোনেনি। তাছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা হত না।

দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক হিমুর। উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী হিমু ছিলেন ব্রোকেন ফ্যামিলির। তিনি তার এক পালিত ভাইকে নিয়ে উত্তরার ফ্ল্যাটে থাকতেন। তার সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমিকের সঙ্গে হিমুর দ্বন্দ্ব হয়েছিল। এরপরই হিমু এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে হিমুর মরদেহ তার বাসা থেকে উদ্ধার করে উত্তরায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবি তে অরু চরিত্রে দেখা যায় তাকে। হিমুর মৃত্যুতে শোক নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে। সামাজিক মাধ্যমে সেই শোক প্রকাশ করছেন তারা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর