[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বিচ্ছেদের মধ্যে সুখবর দিলেন তানিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৩, ১৯:৫৪

ফাইল ছবি

মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরে টেলিভিশন নাটকে অভিনয় করে সুখ্যাতি লাভ করেন। এভাবে অভিনেত্রী হিসেবেই বেশ জনপ্রিয়তা পায় তানিয়া আহমেদ।। অভিনয় করেন চলচ্চিত্রেও। ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুলকে। বিনোদন জগতে পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে।

দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পথচলার ইতি ঘটেছে তাদের। বর্তমানে বিচ্ছেদ ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। বলা যায়, শোবিজে এখন বিচ্ছেদ ইস্যুতে বেশ চর্চিত এই প্রাক্তন তারকা দম্পতি। বর্তমানে দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে টুটুলের সঙ্গে বিচ্ছেদ ইস্যুর মধ্যেই সুখবর দিলেন তানিয়া আহমেদ।

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তানিয়া আহমেদ। নতুন এই সিনেমার নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দেশে ফিরে সিনেমার টিমের সঙ্গে শুটিং যোগ দিবেন তিনি। জানা গেছে, সিনেমাটি নির্মাণ করবেন সুমন ধর। বছরের শেষ দিকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

এ বিষয়ে নির্মাতা সুমন ধর বলেন, এই সিনেমার দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু করব।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর