[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

হ্যালোইন নিয়ে হৃদি শেখের ভিডিও কনটেন্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৮:৪৬

ছবি: সংগৃহীত

পশ্চিমা বিশ্বের প্রতি বছরের ৩১ অক্টোবর হ্যালোইড ডে উদযাপন করা হয়। সাধারণ মানুষ খেকে শোবিজ তারকারাও মেতে ওঠেন ভয় দেখানোর প্রতিযোগিতায়।

এটা প্রকৃতঅর্থে কাউকে ভয় দেখানোর জন্য নয়, আনন্দ উৎসবে মেতে ওঠার জন্য পশ্চিমা নাগরিকরা নানা ধরনের ভৌতিক ও কালারফুল সাজে মেতে ওঠেন। একটু পরেই ইনস্টাগ্রাম জুড়ে ছেয়ে যাবে হলিউডের বিখ্যাত তারকাদের হলিউড পার্টির বর বেরঙের ছবিতে। আমাদের দেশেও এখন হ্যালোইন পার্টি মোটামুটি পরিচিত। উচ্চবিত্তরা এটা বেশ ঘটা করেই উদযাপন করে থাকেন।

আমাদের দেশের তারকাদের কাউকে কাউকেও দেখা যায় হ্যালোইনের সাজে। এবার হ্যালোইন নিয়ে বিশেষ ভিডিও কনটেন্ট নির্মাণ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ।

অভিনব এই ভাবনা নিয়ে হৃদি বার্তা২৪.কমকে বলেন, ‘অনেকেই জানেন নাচের বাইরে আমি একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমার পোাকের ব্র্যান্ড জেমিনি বাই হৃদি শেখের নতুন কালেকশন আর হ্যালোইনের থিম অনেকটাই মিলে যায়। তাই ভাবলাম পোশাকের প্রমোশনের জন্য হলেও হ্যালোইন উপলক্ষ্যে একটি ভিডিও করি। আমি যেহেতু নৃত্যশিল্পী, অবশ্যই আমার ভিডিওতে নাচের মাধ্যমেই পুরো আমেজটা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

নাচের জন্য বেছে নিয়েছি প্রখ্যাত আমেরিকান গায়িকা বিলি আইলিশের ‘‘বেরি এ ফ্রেন্ড’’ গানটিকে। আমার সঙ্গে নেচেছেন আমার ড্যান্স স্কুলের সদস্য ফারহা তাবাসসুম ও টিসা রেমা। একটু পরেই গানটি আমার ইউটিউব চ্যানেল হৃদি শেখ ও ফেসবুক-ইন্সটাগ্রামের প্রকাশ করব।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর