[email protected] মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

নাচে-গানে ভেড়ামারা মাতালেন ঐশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৮:২৫

ফাইল ছবি

নাচে-গানে কুষ্টিয়ার ভেড়ামারা মাতিয়ে গেলেন এমবিবিএস পাশ করা তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী।

বুধবার (৩১ অক্টোবর) রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শক-ভক্তদের মাতিয়ে তোলেন ঐশী।

কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি উপস্থিত দর্শক-শ্রোতাদের অনুরোধের গানও গেয়েছেন তিনি।

‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে ২০১৫ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখেন তিনি। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা শক্ত করেছেন তিনি। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

ভেড়ামারা উপজেলা জাসদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর