প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৩, ২০:৫৬
ছোটপর্দার জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে আজ শুটিং করার কথা ছিলো নির্মাতা তুহিন হোসেনের। ‘যাদুর শহর’ নামের একটি নাটকের জন্য সবই প্রস্তুত ছিল। কিন্তু গতকালের হরতালের ঘোষনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন এই নির্মাতা।
বিষয়টি নিয়ে তিনি দৈনিক কালের কন্ঠকে বলেন, ‘আজ আমাদের উত্তরার লাবনী শুটিং হাউস ও দিয়াবাড়িতে শুটিং করার পরিকল্পনা ছিলো।
কিন্তু কাল হরতালের ঘোষনা আসার পর সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কারণ, ইউনিটের একেকজন ঢাকার একেক জায়গায় থেকে আসবেন। আর অনেকদিন পরে হরতালের ঘোষনা এসেছে। কোনো দূর্ঘটনা ঘটলে সেটার দায় পরিচালকের ওপরই বর্তায়।
তিনি জানান, ‘আবার নতুন করে সিডিউল মিলিয়ে খুব দ্রুত শুটিং করবো আমরা।’ তবে শুধু তুহিন হোসেনই নন। হরতালের প্রভাব পড়েছে আরও বেশ কয়েকটি শুটিং বাড়িতে।
বিষয়টি নিয়ে কথা হয় বাংলাদেশ শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলিমের সঙ্গে। তিনি বলেন, সরাসরি হরতালের কারণে শুটিং বন্ধ হয়েছে এমন নয়। তবে ২৮ তারিখের আগে রাজনৈতিক অস্থিরতা হতে পারে এমন আশঙ্কায় ২৯,৩০, ৩১ তারিখের বেশ কয়েকটি শুটিং বাতিল হয়েছে। তবে আজ আমার দুটি শুটিং বাড়ির একটিতে কাজ চলছে।’
তার সঙ্গে একই মতামত দেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক সভাপতি খলিলুর রহমান।
তিনি বলেন, ‘হরতালের কারণে শুটিং বন্ধ না হলেও হরতালে কি হয় না হয় এটা চিন্তা করে আজ সকালে একটা শুটিং ক্যানসেল হয়েছে আমার। সত্যি কথা হলো, রাজনৈতিক অস্থিরতা বাড়লে সেটার প্রভাব আমাদের শুটিং বাড়িতে পড়ে। কেউ তো ঝুঁকি নিয়ে কাজ করতে চায় না।’
তাই অন্য সবার মতো তারাও চান দ্রুত রাজনৈতিক পরিস্থিতি শান্ত হোক।
উল্লেখ্য, ২৮ অক্টোবর গতকাল রাজনৈতিক দল বিএনপি নয়াপল্টনে সমাবেশে আজ হরতালের ঘোষনা দেয়। এছাড়া সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনাও ঘটে। তাই অন্য সবার মতো বিনোদন জগতের মানুষেরাও আতঙ্গে আছেন বলে জানা গেছে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: