[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

নতুন চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছেন না মিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৯:১৩

ফাইল ছবি

আজকাল কোনো স্ক্রিপ্টই মনে ধরছে না অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। চ্যালেঞ্জিং ক্যারেকটর খুঁজে পাচ্ছেন না তিনি। দুটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন মিম।

অভিনেত্রী মিম লিখেছেন, ‘কোনো স্ক্রিপ্টই কেন জানি আজকাল ভালো আর লাগছে না। সবই খুব সাধারণ, চাই এমন কিছু করতে যা কি না নেক্সট লেভেলে...’।

পরে আরেকটি পোস্টে মিম লেখেন, ‘পরাণ’-এর অনন্যা অথবা ‘দামাল’-এর হাসনার মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টরগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি’।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর