[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বিয়ে করতে উড়াল দিলেন বরুণ-লাবণ্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৩, ১৯:০০

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন গুঞ্জন উড়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন বাগদান সারেন এই যুগল। গত জুলাই মাসে জানা যায়, বিয়ের ভেন্যু হিসেবে ইতালিকে বেছে নিয়েছেন তারা। এবার বিয়ে করতে ইতালির উদ্দেশ্যে উড়াল দিলেন এই যুগল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। ইতালির বোরগো সান ফেলিস রিসোর্টে বসবে এ জুটির বিয়ের আসর। আর বিয়ের জন্য ইতালির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) ইতালির উদ্দেশ্যে ভারত ছাড়েন তারা। বিমানে উঠার আগে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় এ জুটিকে। এ সময়ের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

বিয়েতে যোগ দিতে চিরঞ্জীবী পরিবার, বরুণ-লাবণ্যর বাবা-মা ও তাদের ভাই-বোনেরা (চাচাতো, মামাতো, ফুফাতো) ইতালির উদ্দেশ্যে ভারত ছাড়েন। বরুণ-লাবণ্যর প্রি-ওয়েডিং শুরু হবে আগামী ৩০ অক্টোবর।

গত ৯ জুন রাতে ভারতের হায়দরাবাদে আংটি বদল করেন বরুণ-লাবণ্য। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ, নীহারিকা কোনিদেলা-সহ তেলেগু ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী তারকা।

বরুণের চাচা তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা চিরঞ্জীবী এবং পবন কল্যাণ। তার কাজিন সুপারস্টার আল্লু অর্জুন এবং রাম চরণ।

বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন তারা। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর