[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

প্রশান্তির খোঁজে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২১:১৭

ছবি: সংগৃহীত

আইনি জটিলতায় গত কয়েকবছর একেবারেই স্বস্তিতে ছিলেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। তাছাড়া সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর বিটাউনের কাছের অনেকেই তার থেকে দূরে সরে গেছেন।

অন্যদিকে দিনের পর দিন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরার মুখে রয়েছেন জ্যাকুলিন। ফলে কয়েকবার আদালতে উপস্থিত হতে হয়েছে তাকে। এমনকি ভারতের বাইরে যাওয়া নিয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল জ্যাকুলিনের ওপর।

এসব ঝামলার বাইরেও মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে জ্যাকুলিনকে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। বলা যায়, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছেন তিনি। তাই প্রশান্তির খোঁজে কেদারনাথে গেছেন জ্যাকুলিন। সেখানে ভ্রমণের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

নেটদুনিয়ায় ছবিগুলো দেখে জ্যাকুলিনের ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে কেউ কেউ এই সফর নিয়ে বলছেন ভিন্ন কথা।

নেটিজেনদের একাংশের দাবি, সুকেশের মঙ্গল কামনার জন্যই পবিত্র ভূমিতে ছুটে গেছেন জ্যাকুলিন। কারণ, কয়েক দিন আগেই জেলে বসে অভিনেত্রীর জন্য নবরাত্রির উপোস রেখেছিলেন সুকেশ। যেন কোনো অশুভ শক্তি জ্যাকুলিনকে ছুঁতে না পারে।

এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই জ্যাকুলিন পা রেখেছেন কেদারনাথে। যে কারণে নেটিজেনদের ধারণা, সুকেশের জন্য প্রার্থনা করতেই এই তীর্থযাত্রা অভিনেত্রীর।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর