[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

৯ মাসেও বিচার পাননি শারমিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ২১:০০

ছবি: সংগৃহীত

অভিনেত্রী শারমিন আঁখি শুটিং স্পটে আগুনে দগ্ধ হয়েছিলেন। ঘটনার দীর্ঘ ৯ মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। জানা গেছে, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনয়শিল্পী সংঘে অভিনেত্রীর পরিবার থেকে একটি অভিযোগ করা হয়।

কিন্তু ৯ মাসে এ ঘটনার কোনো ন্যায়বিচার পাননি তারা। এমনকি অভিযুক্তদের কাছ থেকে জবাবদিহিতাও নিশ্চিত করতে পারেনি সংগঠনটি। আর এ বিষয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আঁখি।

তার ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে এই ক্ষোভ জানান তিনি। সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন। যেখানে চোখে সাদা কাপড়ে মোড়ানো একগুচ্ছ গোলাপ আর তাতে লেখা ‘ট্রাস্ট’।

শারমিন আঁখি লিখেছেন— ইদানীং একটু একটু বের হচ্ছি। কাজের মানুষজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। আর ঘুরে-ফিরে একটা প্রশ্ন আসছে— অভিযোগ করলাম না কেন? অভিযোগ করলে আমি নাকি ন্যায়বিচার পেতাম।

তা হলে আপনারা মেনে নিচ্ছেন অন্যায় অবশ্যই হয়েছে। শুধু বিচারটাই হয়নি। ধন্যবাদ আপনাদের। আমি অভিযোগ করিনি এটা ভুল তথ্য। আমি যখন হাসপাতালে, আমার পরিবার তো সংগঠনে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে সংগঠনে হাজির করেছে। তার সামনে একটা কমিটি গঠন করা হয়েছে। বাকি দায়িত্ব তো ওই কমিটি আর সংগঠনের।

এখন সংগঠনের কাজ, যে অন্যায়টা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক জবাবদিহিতা তৈরি করা। এটা কি আমার কাজ? তিনি আরও বলেন, নাকি এখন প্রতি পদে পদে এই জবাবদিহিতা আমাকেই করতে হবে? তা হলে নিজেদের দায় এড়াতে আমাকে কেন অভিযুক্ত করছেন, আমার পরিবার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেনি?

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিং হাউসে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। ওই দিন তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার হাত-পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর