[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

টাইগার ৩-এর প্রথম গান

গাইলেন অরিজিৎ, নাচলেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ২০:০৪

ছবি: সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সব অপেক্ষার অবসান! এসে গেল টাইগার ৩-এর প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। যা অরিজিৎ সিং আর সালমান খানের ভক্তদের জন্য বড় পাওনা। মুক্তির ঘণ্টা তিনেকের মধ্যেই ভাইরাল সেই গান। ইউটিউবে ৩.২ মিলিয়ন ভিউজ। কমেন্ট পড়েছে ৩৯ হাজার।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে তুরস্কের ক্যাপাডোসিয়ায়। কখনও হট এয়ার বেলুনে, তো কখনও ফেয়ারি চিমনির সামনে তো কখনও আবার গোরেমের চোখ ধাঁধানো রেস্তোরাঁয় নাচছেন বলিউডের দুই তারকা সালমান খান আর ক্যাটরিনা কাইফ। মানে সিনেমার টাইগার আর জোয়া। ‘লেকে প্রভু কা নাম’-এ সুর দিয়েছেন প্রীতম। লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন অরিজিৎ সিং আর নিকিতা গান্ধী। এই প্রথম সালমানের সঙ্গে কাজ করলেন অরিজিৎ।

লেকে প্রভু কা নাম-এর আগে অরিজিতের গাওয়া যে পার্টি সং ভাইরাল হয়েছিল তা হল পাঠান-থেকে ‘ঝুমে জো পাঠান’। তবে এখন মনে হচ্ছে, সেই গানের ক্রেজকেও ছাপিয়ে যাবে ‘লেকে প্রভু কা নাম’।

লেকে প্রভু কা নাম গানটি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সালমান খান। তাঁকে বলতে শোনা যায়, ‘এটি আমার পছন্দের গানগুলোর মধ্যে অন্যতম। আশা লোকজন আমাদেরকে চার্টবাস্টারে দেখতে পছন্দ করবে। ক্যাটরিনা আর আমার একসঙ্গে অনেকগুলো দুর্দান্ত গান রয়েছে। মানুষের আমাদের দুজনের গান নিয়ে যে প্রত্যাশা রাখে তা আমি জানি।’

আরও বলেন, ‘এটা একটা ডান্স ট্র্যাক। আমার তো হেব্বি লেগেছে। আমার কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় ডান্স ট্র্যাক হতে চলেছে এই গান।’

ভারত-এর পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফরে। যশরাজ-এর স্পাই ইউনিভার্স শুরুই হয়েছিল টাইগার ফ্র্যাঞ্চায়েজি দিয়ে। এবার ভিলেন হিসেবে দেখা যাবে হিমেশ রেশামিয়াকে। চলতি বছরের দিওয়ালিতে, ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে টাইগার ৩।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর