[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

আজরার আয়োজনে ‘মিস্টার এন্ড মিস সেলিব্রেটি বাংলাদেশ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২০:২৫

ছবি: সংগৃহীত

দেশের র‌্যাম্প মডেলিং জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আজরা মাহমুদ। দীর্ঘ দুই যুগ ধরে ফ্যাশন অঙ্গনে নিজের মেধা ও সৌন্দর্য্যের দ্যূতি ছড়িয়ে চলেছেন। এখন র‌্যাম্পে তাকে নিয়মিত হাটতে দেখা না গেলেও শো স্টপার হিসেবে মাঝেমধ্যে মঞ্চ মাতান তিনি।

তবে এই তারকার সবচেয়ে বড় ব্যস্ততা ব্যাক স্টেজেই। কারণ দেশের বেশিরভাগ বড় বড় শোতে ফ্যাশন রানওয়ে পরিচালনা হয় তার হাত ধরেই। তিনি র‌্যাম্প কোরিওগ্রাফি এবং স্টাইলিং নিয়ে ব্যস্ত থাকেন। পাশাপাশি ক্রিকেটসহ বিভিন্ন ধরনের টিভি ও অনলাইন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় তাকে।

গত কয়েক বছর ধরে আজরা মাহমুদ তার মডেল তৈরির গ্রুমিং স্কুল থেকে ‘ফেস অব বাংলাদেশ’ নামের একটি ট্যালেন্ট হান্ট শো আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এবার আজরা নতুন আরেকটি মডেলিংভিত্তিক রিয়েলিটি শো আয়োজন করতে যাচ্ছেন। বিগত কয়েক মাস ধরে সেই শোয়ের কাজ চলেছে নিভৃতে।

এবার সময় এসেছে গ্রান্ড ফিনালের। আমাগী ২৬ তারিখ রাজধানীর আলোকি সেন্টারে অনুষ্ঠিত হবে এই ‘মিস্টার এন্ড মিস সেলিব্রেটি বাংলাদেশ’ নামের ট্যালেন্ট হান্টটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

আজরা বলেন, ‘‘প্রতিটি ক্ষেত্রেই নতুন মেধার দরকার রয়েছে। কারণ নতুনরা নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়। তাদের উৎসাহ ও কাজের ক্ষেত্র তৈরি করে দিতে আমি বরাবরই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করি। এটাও তারই একটি অংশ। আশা করছি ‘মিস্টার এন্ড মিস সেলিব্রেটি বাংলাদেশ’ শো থেকেও দারুণ কিছু নতুন মেধাবী মুখ বের হবে। যারা আগামীতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করে যাবে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর