[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শোক কাটিয়ে ফিরছেন বিজরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২১:১৬

ফাইল ছবি

এক মাসও হয়নি না ফেরার দেশে চলে গেছেন দেশের একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। তার সুযোগ্য কন্যা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। যে কোন সন্তানই বাবা-মা হারালে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে। কিন্তু বিজরীর বিষয়টি আলাদা। কারণ অল্প ব্যবধানে বাবা এবং মা, দুজনকেই হারিয়েছেন এই তারকা। তাই তার জীবনটা বলা যায় ওলট পালট হয়ে গিয়েছিল।

বিজরী বার্তা২৪.কমকে বলেন, ‘মা মারা যাওয়ার দিনও ঠিকমতো বুঝে উঠতে পারিনি কি হারালাম! প্রতিটি দিন যাচ্ছে আর মায়ের শূণ্যতা নানাভাবে উপলব্ধি করছি। ঘরের যে জায়গায় তিনি শেষের দিনগুলোতে বেশি সময় কাটাতেন, সেখানে বার বার যাই কিন্তু তাকে আর দেখি না। এই কষ্ট সহ্য করার মতো না। এইতো সেদিন ফ্রিজ খুলে দেখি আমার প্রিয় খাটি গাওয়া ঘি। মা কোন জায়গা থেকে যেন আমার জন্যই শুধুমাত্র ওটা আনিয়ে রাখতেন। এখন তিনি নেই। বয়াম টা শেষ হলে এখন আমাকেই খুঁজতে হবে ওই ঘি কোথায় পাওয়া যায়!’

শুধু কি শূণ্যতা? মাকে হারিয়ে নানা বিপত্তিও পোহাতে হচ্ছে এই অভিনেত্রীকে। তিনি জানালেন, মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে কাজ রয়েছে। প্রতিটি কাজ আমাদের দেশে করাটা ভীষণ জটিল প্রক্রিয়া। সেসব করার সময় সত্যি খুব অসহায় লাগছে নিজেকে। আমাদের দেশে সব বিষয় কেন এতো জটিল? সহজ পদ্ধতিতে কেন কিছুই হয় না? এসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায়।

এতো কিছুর পরও বিজরী নিজেকে সামলাতে চেষ্টা করছেন। অভিনয়ে ফিরবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসের ২-৩ তারিখ থেকেই শ্যুটিং শুরু করবেন। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি ফিল্মে জনপ্রিয় এক নির্মাতার সঙ্গে কাজ করবেন। এছাড়া বিঞ্জের জন্য একটি ওয়েব সিরিজ করবেন। একই প্ল্যাটফর্মের ‘দ্য সাইলেন্স’ সিরিজে অভিনয় করে সাড়া ফেলেন তিনি।

এবার তার সিক্যুয়েল ‘দ্য সাইলেন্স ২’-এ কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওয়া, আজিজুল হাকিমের মতো জনপ্রিয় শিল্পীরা। সব মিলিয়ে মোট তিনটি কাজে আপাতত বিজরী নিজেকে যুক্ত করেছেন। তবে এখনই কোন কাজ সম্পর্কেই বিস্তারিত বলতে নারাজ তিনি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর