[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ১৮:৩৬

ছবি: সংগৃহীত

বছর দুয়েক আগে অনেকটা চুপি চুপি ২৩ বছরের সংসারের ইতি টানেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। গত বছর প্রকাশ্যে আসে খবরটি। সেইসঙ্গে জানা যায়, ফের বিয়ে করেছেন টুটুল। কিন্তু আড়ালেই ছিল তানিয়ার সঙ্গে এই গায়কের বিচ্ছেদের কারণ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তানিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাস্তব জীবনে আবেগটা অন্য রকম। প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন। এটা যখন জীবনের ওপর কোনো প্রভাব ফেলে, তখন মনে হয়েছে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেছি। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে তানিয়া আপা এমনিতেই আপনার একটা পাস্ট লাইফ ছিল। এখন আবার কেন। সাধারণত মেয়েরা এই সাহসই করে না। কিন্তু লাভ হয়নি।

তানিয়া আরও বলেন, ওর তো একটা জীবন আছে। চাওয়া–পাওয়া থাকতে পারে। ও যা কিছু করেছে, বাইরে গেছে, দেখেছি সোনিয়ার সঙ্গে (যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিন সিরাজ) তার রিলেশন হয়েছে। মানুষের তো জীবন ওটা। ও তো মানুষ। এ নিয়ে আমার নেতিবাচক কিছু বলার নেই।

শারমিন সিরাজের সঙ্গে সম্পর্ক হতেই তানিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেন টুটুল। বন্ধ করে দেন যোগাযোগ। বিষয়টি বুঝতে পেরে তানিয়াও একই কাজ করেন। এ নিয়ে তিনি বলেন, যেদিন মনে হয়েছে টুটুল আমার আমার সঙ্গে থাকতেই চায় না, সেদিনই আমি টুটুলকে সবকিছু থেকে ব্লক করে দিই।

আমাদের সন্তানেরা সেখানে আছে। এখন আমার বাচ্চারাই ফোন দেয়। তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক। তাদের বাবাকে অসম্মান করুক চাই না। তবে এই ব্লক আর কোনো দিন খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এস আই টুটুলকে চাইনি।

প্রসঙ্গত, টুটুল ১৯৯৯ সালে তানিয়াকে বিয়ে করেন। দীর্ঘ বছর সুখে শান্তিতে সংসার করছিলেন তারা। ২০২১ সালে ঘর ভাঙে তাদের।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর