[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

পাকিস্তানি সেনসেশন এখন বিবাহিত!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৯:৫৪

ফাইল ছবি

তাকে পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললে ভুল হবে না। দীর্ঘ সময় ধরে নম্বর ওয়ানের পজিশন ধরে রাখা মাহিরা খানের জীবন সাফল্যে ভরপুর।

শাহরুখ খানের নায়িকা হিসেবে এ দেশের মানুষ তাকে প্রথম চিনলেও তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বারবার হয়েছেন সমাদৃত। কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তান থেকে কেউ ডাক পেলে সেই তিনিই। কারণ পাকিন্তানি সব বড় বড় ব্র্যান্ড তো বটেই, আন্তর্জাকিত বিখ্যাত ব্র্যান্ডেরও প্রচারমুখ মাহিরা। পা

কিস্তানের পুরুষ সুপারস্টারদের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন এই লাস্যময়ী। তার প্রেমের খবর রীতিমতো হট টপিক পাকিস্তানি গণমাধ্যমে। রণবীর কাপুর থেকে শুরু করে অনেক নায়ক, রাজনীতিবিদ, খেলোয়াড়ের সঙ্গে ছিল তার প্রেমের গুঞ্জন।

গুঞ্জন বলার কারণ, কোনোটাই সেভাবে ডালপালা মেলতে পারেনি। অবশেষে পাকিস্তানি এই সেনসেশন বিয়েটা সেরেই ফেললেন। আর কোনো গোপনীয়তা না রেখে নিজেই সেই বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করলেন। পাকিস্তানি তারকাদের মধ্যে তারই সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম অনুসারী।

ফলে সেই বিয়ের ছবি ভাইরাল হতে সময় লাগেনি একটুও। বিয়ের দুদিন পর কনে বেশে ছবি প্রকাশ করে মাহিরা খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিসমিল্লাহ।’ এর আগে বিয়ের একটি ভিডিও পোস্ট করেন মাহিরা।

গত রোববার দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন মাহিরা খান। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে বর-কনের কয়েকটি ছবি ফাঁস হয়েছে। তবে ছবিগুলো খুব একটা স্পষ্ট ছিল না। প্যাস্টেল লেহেঙ্গায় স্নিগ্ধ সাজে দেখা গেছে মাহিরাকে। কালো রঙের শেরওয়ানিতে পাওয়া গেছে সেলিম করিমকে। ডিজাইনার ফারাজ মান্নানের ডিজাইন করা লেহেঙ্গার সঙ্গে ফুলহাতা ব্লাউজে নিজেকে সাজিয়েছেন মাহিরা।

ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় পাওয়া গেছে তাকে। নবদম্পতিকে বলিউড তারকা মৌনী রায়, সানিয়া মির্জা, হুমা কুরেশিসহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার রাতে পাঞ্জাবের ছোট শহর ভুর্বনের পার্ল কনটিনেন্টাল হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তারা। বিয়েতে মাহিরার পুত্রসন্তান আজলানও উপস্থিত ছিল।

কয়েক মাস ধরেই গুঞ্জনটা ডালপালা মেলেছিল, বন্ধু সেলিমকেই বিয়ে করছেন মাহিরা। বিয়ের মধ্য দিয়ে সেই গুঞ্জনের ইতি ঘটল। গত বছর সেলিমের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন মাহিরা। এর আগে ২০০৭ সালে পাকিস্তানি অভিনেতা আলী আজগারিকে বিয়ে করেন মাহিরা, ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। আলী ও মাহিরা দম্পতির ১৩ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে, নাম আজলান।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর