[email protected] মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

ক্লাসে ফেল করার কথা জানালেন অমিতাভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৯:২৯

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি তারকা অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু ভারতে নয় পুরো বিশ্বে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সিনেমার মতো তার জীবনেরও অনেক অবিশ্বাস্য গল্প রয়েছে। অমিতাভের জীবনে টানা ৩ বছরের কষ্ট সহ্য করে বেড়াতে হয়েছে। সেই কষ্ট হচ্ছে ক্লাসে ফেল করার।

এলাহাবাদের সম্ভ্রান্ত পরিবারে জন্ম অমিতাভ বচ্চনের। বাবা ছিলেন বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চন। সাহিত্য, কবিতার মাঝেই বেড়ে ওঠা ‘বিগ বি’র। নৈনিতালের ‘শেরউড কলেজ’ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেতা। দশম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন এলাহাবাদ বয়েজ স্কুলে। তারপর চলে আসেন দিল্লিতে।

সেখানকার কিরোরি মাল কলেজে ভর্তি হন বিজ্ঞান বিষয়ে। তাতেই প্রায় নাজেহাল হয়ে ওঠেন তারকা। স্নাতক স্তরে উঠে ফেল করেন পদার্থবিদ্যায়। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের জীবনের যন্ত্রণাদায়ক তিন বছরের কথা জানালেন শাহেনশাহ। তবে যাই হোক, ১৯৬২ সালে কোনো মতে স্নাতক পাশ করেন।

চাকরিতে যোগ দেন। সেই সময় কলকাতায় একটি ভারী শিল্পের সংস্থায় কাজ করতেন তিনি। ১৯৬৮ সালে কলকাতার তার চাকরি জীবনে দাঁড়ি টেনেছিলেন। তারপর ১৯৬৯ সালে ‘ভুবন সোম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুরু। তারও কয়েক বছর পর ১৯৭১ সালে ‘আনন্দ’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে আজকের এ অমিতাভের।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর